বাংলাদেশ জনশুমারি ও গৃহগণনা ২০২২

জনশুমারি ও গৃহগণনা ২০২২। এটির মাধ্যমে দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নতির অবস্থা নিরীক্ষা করা হয়। বাংলাদেশে প্রতি দশ বছরে একবার অনুষ্ঠিত হয়।

আদমশুমারী ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট :

জনশুমারি পরিচালনা করে যে সংস্থা- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

যষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়- ১৫-২১ জুন ২০২২।

চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়- ৯ এপ্রিল ২০২৩।

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য- জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।

প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়- ২৭ জুলাই ২০২২।

সমন্বয়কৃত মোট জনসংখ্যা- ১৬,৯৮,২৮,৯১১ জন।

পুরুষ: ৮,৪১,৩৪,০০৩ (৪৯.৫৪%) ও

নারী: ৮,৫৬,৮৬,৭৮৪ (৫০.৪৫%)।

গ্রামে বাস করে- ১১,৬০,৬৫,৮০৪ জন (৬৮.৩৪%)।

শহরে বাস করে- ৫,৩৭,৬৩,১০৭ (৩১.৬৬%)।

শহরাঞ্চলের আয়তন- ১৯,৯১০ বর্গকিলোমিটার।

গ্রামাঞ্চলের আয়তন ১,২৭,৬৬০ বর্গকিলোমিটার।

মুসলিম জনসংখ্যা- ১৫,৪৬,৮৯,৩৮৩ জন (৯১.০৫%)।

অমুসলিম জনসংখ্যা- ১,৫১,৩৯,৫২৮ জন (৮.৯৫%)।

জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১২%।

জনসংখ্যার ঘনত্ব- প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।

পুরুষ ও নারীর অনুপাত- ৯৮,০৭: ১০০।

দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।

পুরুষ: ৭৬.৭১% ও নারী: ৭২.৯৪%।

খানার সংখ্যা- ৪,১০,০৮,২১৭ জন।

খানা প্রতি গড় সদস্য- ৩.৯৮।

জনসংখ্যা বৃদ্ধির হার বেশি যে বিভাগে ঢাকা (১.৭২%)।

সাক্ষরতার হার সর্বাধিক যে বিভাগে ঢাকা; ৭৮.২৪%।

সাক্ষরতার হার সর্বনিম্ন যে বিভাগে ময়মনসিংহ; ৬৭.২৩%।

সাক্ষরতার হার সর্বাধিক যে জেলায়- পিরোজপুর; ৮৫.৫৩%।

সাক্ষরতার হার সর্বনিম্ন যে জেলায়- জামালপুর; ৬১.৭০%।

জনসংখ্যায় শীর্ষ উপজেলা- সাভার; সর্বনিম্ন- জুরাছড়ি।

সাক্ষরতায় শীর্ষ উপজেলা- নেছারাবাদ; সর্বনিম্ন- রুমা।

জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম যে বিভাগে- বরিশাল (০.৭৯%)।

জনসংখ্যার ঘনত্ব বেশি যে জেলায়- ঢাকা (প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।

জনসংখ্যার ঘনত্ব কম যে জেলায় রাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন)।

মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা- ১৬,৫০,৪৭৮ জন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার- ১.০০%।

যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি- চাকমা; ৪,৮৩,৩৬৫ জন।

যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম- ভিল; ৯৫ জন। । ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করা হয়- ৩৫ ধরনের।

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার পরিচালনা করা হয়- মডিফাইড ডি ফ্যাক্টো পদ্ধতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *