ঢাকা মেট্রোরেল বাংলাদেশ

ঢাকা মেট্রোরেল বাংলাদেশ

সম্পূন্য সরকারী মালিকানাধীন কোম্পনী  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ( DMTCL) ঢাকা মেট্রোরেল বাংলাদেশ  এর সকল তথ্য:

  1. MRT এর পূর্ণরুপ – Mass Rapid Transit
  2. মেট্রোরেল নির্মাণ পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ( DMTCL)
  3. মোট স্টেশন হবে ১০৫৫ টি।
  4. DMTCL এর আওতায় মেট্রোরেলের মোট দৈর্ঘ্য ১২৯.৯০ কিমি।
  5. ঢাকা মহানগরীর যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে মেট্রোরেল নির্মাণ প্রকল্প হবে ৬ টি।
  6. সবগুলো এরআরটি লাইন নির্মাণ সমাপ্ত হবে ২০৩০  সালে।
  7. উত্তরা থেকে মতিঝিল পজন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের এমআরটি লাইন-৬ দৈঘ্য 20.10 কিমি।
  8. ঢাকার উত্তরা থেকে কমলাপুর পজন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের এমআরটি লাইন-৬ দৈঘ্য ২১.২৬ কিমি।
  9. MRT Line-6 এর নির্মান কাজের সম্ভাব্য সমাপ্তি ২০৩০ সাল।
  10. এমআরটি লাইন-৬ নির্মানে সহায়তাকারী সংস্হা জাইকা (জাপান)
  11. প্রাথমিকভাবে মেট্রোরেল চালু হয় উত্তরা থেকে আগারগাও পজন্ত।
  12. মেট্রোরেলের কিলোমিটার প্রতি ভাড়া ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাওয়ের ভাড়া ৬০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।
  13. প্রকল্প ব্যয় ৩৩,৪৭২ কোটি টাকা (সর্বশেষ ব্যয় বৃদ্ধি -৯ জুলাই ২০২২)
  14. নির্মান কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন ২০১৬।
  15. দেশের প্রথম আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হয় ২৯ আগস্ট ২০১৬।
  16. মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর ২০২২।
  17. প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  18. মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা ( রামগঞ্জ,  লক্ষীপুর)
  19. সাধারন যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর ২০২২ সালে।
  20. আগারগাঁও থেকে মতিঝিল পজন্ত উদ্বোধন করা হয় ৪ নভেম্বর ২০২৩।
  21. স্টেশন সংখ্যা ১৭ টি। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
  22. কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি মিতসুবিশি কনসোর্টিয়াম।
  23. মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পজন্ত চালু হবে ২০২৪ সালে।
  24. এ অংশের দৈঘ্য ১.১৬ কিমি।
  25. মেট্রোরেল চালুর দিক থেকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান – ৩য়,  বিশ্বে ৬০ তম।
  26. সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীনে মেট্রোরেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *