কর্ণফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর সহকারী ব্যবস্হাপক ২০২১

iBA প্রশ্ন সমাধান : কর্ণফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর সহকারী ব্যবস্হাপক ২০২১

01. চর্যাপদের ভাষাকে ‘আলো-আঁধারি’ বলে অভিহিত করেছেন কে?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। তিনি চর্যাপদের 06 ভাষা সম্পর্কে বলেন- ‘আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না’।

02. প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তরের ভাষা কোনটি?
উত্তর: প্রাচীন প্রাচ্য

ব্যাখ্যা : পৃথিবীর অন্যতম একটি ভাষাবংশ ইন্দো- ইউরোপীয়। এ ভাষাবংশ কেসুম ও শতম নামে দুটি শাখায় বিভক্ত। শতম শাখার একটি স্তর ‘প্রাচীন কথ্য ভারতীয় আর্য’। এর পরবর্তী স্তর ‘প্রাচীন প্রাচ্য’। বাংলা ভাষাও ইন্দো- ইউরোপীয় ভাষাবংশের শতম শাখা থেকে এসেছে।

03. বিজ্ঞান শব্দে ‘জ্ঞ’ যুক্তবর্ণে কোন কোন বর্ণ রয়েছে?
উত্তর : জ, ঞ

ব্যাখ্যা : ‘জ’ যুক্তবর্ণে জ+ঞ বর্ণ রয়েছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ ঞ্জ = ঞ+জ, ক্ষ = ক+য, ষ্ণ = ষ +ণ, হ্ন = হ+ন,রহণ, হ্ম = হ+ম।

04. জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ-মধ্য স্বরধ্বনি কোনগুলো?

উত্তর: এ, ও

ব্যাখ্যা: উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী,
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উনুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। নিচের।

5. দ্বিস্বরধ্বনি যুক্ত শব্দ-
উত্তর: তৈল

ব্যাখ্যা: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত মূলে দ্বিস্বরধ্বনি হয়। কয়েকটি দ্বিশ্বরবানি যুক্ত শখ তৈল, রুই, কৈ, মৌ, বউ, কেউ।

৬. কোন বানানটি ঠিক নয়?
উত্তর : রুগ্ন

Hints: রুগ্ন’ বানানের সঠিক রূপ রুগ্ণ।

07. ‘সম্মার্জনা’ শব্দের অর্থ কী?
উত্তর : পরিষ্কার করা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম রাচিত ‘আমার পথ’ প্রবন্ধে সম্মার্জনা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যার অর্থ হয়ে- মেজে পরিষ্কার করা।

“পেট্রোবাংলা চাকুরীর প্রস্তুতি: ও পরীক্ষায় সফলতার পথ”

০8. রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী কত সালে?

উত্তর: ২০১১

ব্যাখ্যা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে তার ১৫০তম বা সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্য- সোনার তরী, চিত্রা, বলাকা, মানসী, জন্মদিনে পুনশ্চ, গীতাঞ্জলি।

০9. প্রতিশব্দ নয়-
উত্তর : জলধি

ব্যাখ্যা: মেঘ-এর প্রতিশব্দ বলাহক, জীমূত, বাবিদ, জলদ, অদ্ভুদ, তোয়দ, নীরদ, প্রতিশব্দ- সাগর, সমুদ্র, অর্ণব, রত্নাকর, অম্বুধি। পয়োধর। জলধি-এর পারাবার, বারিধি, পাথার

10. ‘অন্যান্য’ শব্দের প্রমিত বাংলা উচ্চারণ কোনটি?
উত্তর : ওননাননো

Hints: অন্যান্য শব্দের উচ্চারণ ওননাননো। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ আহ্বান (আওভান) আহ্বায়ক (আওভায়োক), প্রতীক্ষা (প্রোতিক্খা), গ্রাহ্য (গ্রাজঝো), সামান্য (শামাননো)।

11. গৌরচন্দ্রিকা’ বাগধারার অর্থ…
উত্তর: ভূমিকা

ব্যাখ্যা: :’গৌরচন্দ্রিকা” বাগধারার অর্থ ভূমিকা। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা, ধামাধরা – তোষামোদকারী, পত্রপাঠ- তৎক্ষনাৎ, ভুঁইফোড় – নতুন আগমন, উজানের কৈ – সহজলভ্য।

in the blank (Questions 12-17)

12. the Principal entered the class, a student ——on the blackboard,

Answer: was writing.

Details: When-যুক্ত বাক্যের একটি clause past indefinite tense হলে অন্য Clause-টিও সাধারণত past indefinite tense হয়। তবে একটি কাজ হওয়া বা ঘটার সময় অন্য আরেকটি কাজ চলমান থাকা বুঝালে ২য় clause-past continuous tense হয়। সুতরাং was writing সঠিক উত্তর।

13. She still remembers the day when she fust ——to Ramna park.
Answer: went

ব্যাখ্যা : When-যুক্ত sentence-এ অতীতের কোনো ঘটনার স্মৃতিচারণ বুঝালে past indefinite tense হয় যদিও অন্য clause-টি অন্য কোনো tense-এ থাকে। সুতরাং went সঠিক উত্তর।

14. I have just hired a typewriter and i ——type now-a-days

Answer: am learning

Hints: Now-a-days ছারা at the present time বোঝায়। তাই notw-a-days-যুক্ত clause-টি present continuous tense-এ করাটাই যুক্তিযুক্ত। সুতরাং am learning সঠিক উত্তর।

15. Columbus——America.
Answer: discovered
Hints: অতীতে কোনো কাজ সংঘটিত হওয়া বোঝালে সাধারণত past indefinite tense করা হয়। সুতরাং Discovered সঠিক উত্তর।

16. We——a friendly cricket match in the evening.
Answer: are playing

Hints: নিকট ভবিষ্যতে কোনো কিছু করা হবে বোঝালে বাক্যটি future indefinite-এর পরিবর্তে present Continuous tense- এ করা হয়। সুতরাং are playing সঠিক উত্তর।

17. How many glasses of milk —— yesterday?
Answer: did you drink

ব্যাখ্যা : বাক্যটিতে yesterday শব্দটি উল্লেখ থাকায় বাক্যটি past indefinite tense হবে। সুতরাং প্রশ্নবোধক বাক্যটির শূন্যস্থানে did you drink বসবে।

18. Carpenter: Saw:
Answer: Scissors

ব্যাখ্যা: Carpenter (কাঠমিস্ত্রি) কাঠ কাটে saw (করাত) দিয়ে। একইভাবে seamstress (মহিলা দর্জি) কাপড় কাটে scissors (কাঁচি) দ্বারা। অন্যদিকে, runner (দৌড়বাজ) দৌড়ায় sneakers (দৌড়ানোর বিশেষ জুতা) পরে। Lawyer (আইনজীবী)-এর কাছে থাকে তার মক্কেলের পক্ষে লেখা brief (নথি/বিবরণ)। Painter (আঁকিয়ে) আঁকে brush (তুলি) দিয়ে। প্রশ্নে প্রদত্ত শব্দযুগলের মাঝে যেই সম্পর্ক বিদ্যমান, একইরকম সম্পর্ক রয়েছে অপশন scamstress : scissors শব্দযুগলের সাথে। সুতরাং এটিই সঠিক উত্তর।

19. Judge: Courthouse =
Answer: Physician: infirmary

ব্যাখ্যা: Judge (বিচারক) কাজ করে Courthouse (বিচারালয়)-এ। ঠিক একইভাবে physician (ডাক্তার)- এর কর্মস্থল infirmary (হাসপাতাল)। অন্য অপশনসমূহ প্রশ্নে প্রদত্ত শব্দযুগলের মধ্যকার সম্পর্কের মতো নয়। Carpenter (কাঠমিস্ত্রি)-এর কর্মস্থল bench (বেঞ্চ) নয়। Soldier (সৈন্য)-দের কোনো নির্দিষ্ট লোকেশনে পাহারা দেওয়ানো বা প্রতিরক্ষার্থে সেনা সমাবেশ ঘটানোই হলো garrison; garrison সৈন্যদের কর্মস্থল নয়। Gun (বন্দুক) সাধারণত hand (হাতে)-এ বহন করা হয়।

20. My friend and me study together during holidays.
Answer : I

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে study-এর পূর্ব পর্যন্ত subject i
সুতরাং and-এর পরে me (objective form)-এর পরিবর্তে i (subjective form) বসবে।

21. I had never realized that if an innocent act like this could land a man into trouble.
Answer: that even an innocent act

ব্যাখ্যা: Underlined অংশে if বসবে না। কারণ if এর। পূর্বে that বসার কারণে একটি clause হবে। আবার if যুক্ত করলে আরও একটি clause হবার কথা কিন্তু sentence-টিতে তা নেই। কাজেই অর্থের সাথে সংগতি রেখে underlined অংশের পরিবর্তে অপশন (a) that even an innocent act বসানো যুক্তিযুক্ত। প্রদত বাক্যটিতে that-এর পরিবর্তে what বসানো যায় না।

22. Predictions twenty years ago that the photograph record was about to become obsolete have proven to be true.

Ans: Predictions twenty years ago that

ব্যাখ্যা : Conjunction হিসেবে that বসলে that-যুক্ত clause-এর আগে’ বা পরে কমা বসে না।

23. The greatest number that exactly divides 105, 1001 and 2436 is-

Ans: 7

ব্যাখ্যা : এখানে,
105= 3×5×7
1001 = 7×11×13
2436 = 2 x 2 x 3 x 7 x 29
সুতরাং 105, 1001, 2436 এর গ. সা. গু.=7।

24. (1000)^7 ÷(10) ^18 =?
Ans : 1000

ব্যাখ্যা:
(1000)^7 ÷(10) ^18
=(10^3)^7 ÷10 ^18
=10^21÷10 ^18
=10^21 – 18
=10^3
=1000

25. If ax=b, by=c, and cz=a, then the value of xyz is-
Ans: 1

ব্যাখ্যা : দেওয়া আছে, ax=b, by=c and cz=a, xala bl
byz=a [ by = c ]
axyz = a [ ax=b]
xyz = 1

26. If the average of the four numbers M, 2M +3, 3M -5 and 5M + 1 is 63 what is the value of M?
Ans: 23
ব্যাখ্যা: এখানে ( M+2M+3+3M-5+5M+1) ÷ 4 = 63
বা, 11M–1= 252
বা, 11M = 253
সুতরাং, M = 23

27. In a sequence of consecutive integers, how much greater is the sum of the last four integers than the sum of the first four lntegers?

Ans: 16

ব্যাখ্যা: আমরা জানি, পূর্ণ সংখ্যার অনুক্রম হলো: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, প্রথম চারটি পূর্ণসংখ্যার যোগফল 1+2+3+4=10
এবং প্রথম চারটির পরবর্তী শেষ চারটি পূর্ণসংখ্যার

যোগফল : 5 + 6 + 7+ 8 =26
নির্ণেয় যোগফল বড় : 26 – 10 = 16

28. 10 cats caught 10 rats in 10 seconds. How many cats are required to catch 100 rats in 100 seconds?

Ans: 10
ব্যাখ্যা:
10 টি বিড়াল 10 সেকেন্ডে ধরে=10টি ইঁদুর
1 ” ” ” ” 10 “” “” ” = 1 ” ” ”
1 ” ” ” ” 100 “” “” ” = 10 ” ” ”
100 ” ” ” ” 100 “” “” ” = 10 ” ” ”

29. Two fifth of one fourth of three-seventh of a number is 15. What is the half of the number?
Ans: 175

ব্যাখ্যা:
মনে করি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
2/5 এর 1/4 এর 3/7 x = 15
3/70 x = 15
X = 350
সুতরাং সংখ্যাটির অর্ধেক = 350/2 = 175

30. The average of 6 numbers in 25. If 3 more numbers, with an average of 22 are added to these numbers, what will be the average of the combined 9 numbers?
Ans: 24

ব্যাখ্যা:
দেওয়া আছে, 6টি সংখ্যার গড় = 25
6 টি সংখ্যার যোগফল = (25×6) = 150

3 টি সংখ্যার গড় = 22
3 টি সংখ্যার যোগফল = (22×3) = 66

9 টি সংখ্যার যোগফল= 150+66 = 216

সুতরাং 9 টি সংখ্যার গড়, 216÷9 = 24

31. A, B, C enter into partnership, A invests 3 times As much as B invests and B invests two third of what C invests. At the end of the year, profit eamed is taka 6600.
Ans: 1200.

ব্যাখ্যা:
A = 3B
বা, A : B = 3 : 1
আবার,
B= 2÷3 C
A:B = 3:1= 6:2
B:C = 2:3 = 2:3
অতএব, A:B:C = 6:2:3
সুতরাং, B এর অংশ = 2 ÷ (6+2+3) X 6600 টাকা।
= 2/11 x 6600 টাকা
= 1200 টাকা।

32. Rony and Jony are working on an assignment. Rony takes 6 hours to type 32 page on a computer, while Jony takes 5 hours to type 40 pages. How much time will they take, working together on two different computers to type an assignment of 110 pages.

Ans: 8 hr 15 min.

ব্যাখ্যা : রনি 1 ঘণ্টায় করে = 32/6 পৃষ্ঠা = 16/3 পৃষ্ঠা।

জনি 1 ঘণ্টায় করে = 40/5 পৃষ্ঠা = ৪ পৃষ্ঠা

রনি এবং জনি একত্রে 1 ঘণ্টায় করে = (16/3+ ৪) পৃষ্ঠা = 40/3 পৃষ্ঠা।

40/3 পৃষ্ঠা করে = 1 ঘন্টায়
1 পৃষ্ঠা করে = 1/40/3 ঘন্টায়
110 পৃষ্ঠা করে = (110×3)÷40 ঘন্টায় = 33/4 ঘন্টা = 8 ঘন্টা 15 মিনিট।

31. An employer pays 3 workers X, Y and Z a total of Tk. 36600 a week. X is paid 125% of the amount Y is paid and 80% of the amount Z is paid. How much does X make a week?

Ans: 12000.

ব্যাখ্যা:
এখানে, X = 125% এর Y
বা, X/Y = 125/100
অতএব, X : Y = 5:4

আবার, X = 80 % এর Z

বা, X/Z = 80/100
বা, X :Z = 4:5
বা, X : Y = 5:4 = 20:16
বা, X :Z = 4 :5 =20:25
বা, X : Y: Z = 20:16:25

সুতরাং X-এর পরিমাণ = 36600×(20/20+16+25) টাকা
= 36600 x 20/61 টাকা।
= 12000 টাকা।

34. Reindeer is a lake located in-
Ans: Canada

ব্যাখ্যা: Reindeer হ্রদ কানাডার মধ্য অঞ্চলের সাসকেচুয়ান ও ম্যানিটোবা রাজ্য জুড়ে অবস্থিত বিশ্বের ২৪তম বৃহত্তম হ্রদ। এটি কানাডার নবম বৃহত্তম হ্রদ।

35. Earthquakes are caused by-
Ans: Tectonics plate movement

ব্যাখ্যা: পাহাড় ধস, শিলাচ্যুতি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ভূমিকম্প সংঘঠিত হলেও পৃথিবীতে শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হয়ে থাকে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে।

36. ISBN is related to –
Ans: Books and publications

ব্যাখ্যা : ISBN-এর পূর্ণরূপ হলো International Standard Book Number। এটি বিশ্বের বইসমূহের একটি অনন্য সংখ্যা প্রদান করে, যা থেকে প্রতিটি বাছাই করা যায় সেগুলো বৈধ কি অবৈধ বই। পুস্তক প্রকাশকরা International ISBN সংস্থার অধিভুক্ত কোনো সংস্থা থেকে ISBN নাম্বার সংগ্রহ করে থাকে।

37. Greenland belongs to –
Ans: Denmark
ব্যাখ্যা: উত্তর মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের। মাঝে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত হলেও সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে ইউরোপের অন্তর্ভুক্ত। এর রাজধানী হলো নিউক (Nuuk)।

38. Which country has the highest energy consumption per capita in the world?

[Note: মাথাপিছু জ্বালানি ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ হলো কাতার (Statista Report 2022)। আর বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে শীর্ষ দেশ চীন।।

39. Who is the author of the book Principia Mathematica?
[Note: Principia Mathematica তিন খণ্ডে রচিত বইটির লেখক হলেন আলফ্রেড নর্থ হোয়াইটহেড ও বাট্রান্ড রাসেল। অপরদিকে আইজ্যাক নিউটনের রচিত বই হলো Philosophiae Naturalis Principia Mathematical.

40. Which two countries are involved in Sunshine Policy?
Ans: North Korea, South Korea

ব্যাখ্যা: Sunshine Policy উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তিবস্তু। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জন ১৯৯৮ সালে প্রথম এ নীতি ঘোষণা করেন। ২০০৮ সাল পর্যন্ত এ পলিসি টিকে ছিল।

41. When cutting and pasting, cutting section is temporarily stored in-
Ans: Clipboard

Ans: কোনো ফাইলের কোনো অংশ cut বা copy করলে তা clipboard-এ অস্থায়ীভাবে সংরক্ষিত হয় যা যে কোনো স্থানে paste করা যায়। পরবর্তীতে নতুন কোনো অংশ কপি বা কাট করার পূর্ব পর্যন্ত যতবার খুশি পেস্ট করা যায়। তবে ক্লিপবোর্ডের ঐ অংশের ডাটা জমা হয় RAM-এ।

42. The blinking point which shows your position in the text is called–
Ans: Cursor

ব্যাখ্যা: কার্সর একটি দিকনির্দেশক বা indicator যার মাধ্যমে কম্পিউটার মনিটর বা অন্য ডিসপ্লেতে ইউজারের বর্তমান অবস্থা নির্দেশ করে

13. Where was the first tannery village of Bangladesh established?
Ans: Narayanganj.

ব্যাখ্যা: বিংশ শতাব্দীর চল্লিশের দশকে আর.পি. সাহা নারায়ণগঞ্জে বাংলাদেশের প্রথম Tannery Village গড়ে তুলেন। এরপর সেটা ঢাকার হাজারীবাগে এ সর্বশেষ হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প নগরে স্থানান্তর করা হয়।

44. Which of the following is the world’s biggest company in terms market capitalization?
Ans: Microsoft.

ব্যাখ্যা: মার্চ ২০২৪ পর্যন্ত বাজার মূলধনের ভিত্তিতে পৃথিবীর বৃহৎ প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট। দ্বিতীয় অবস্থানে অ্যাপল।

45. As an alternative to Facebook, Bangladesh is going to launch its own social media platform named
Ans: Jogajog

ব্যাখ্যা: বাংলাদেশ facebook-এর বিকল্প হিসেবে সামাজিক মাধ্যম jogajog এবং Whatsapp-এর বিকল্প হিসেবে Alapon তৈরি করেছে।

46. Bangladesh has recently been elected to which post in the 76th session of the UN General Assembly?
Ans: Vice-President

ব্যাখ্যা: জাতিসংঘের ৭৬তম অধিবেশনের সহ- সভাপতি হিসেবে সম্প্রতি বাংংলাদেশ যৌথভাবে এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে কুয়েত, লাওস ও ফিলিপাইনের সাথে নির্বাচিত হয়।

47. Which was the host country of Copa-America 2021?
Ans: Brazil

ব্যাখ্যা: ২০২১ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ৪৭তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল হলো আর্জেন্টিনা। উল্লেখ্য, ২০ জুন-১৪ জুলাই ২০২৪ কোপা আমেরিকার ৪৮তম আসা যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে।

48. Life’ is the autobiography of –
Ans: Bill Clinton
ব্যাখ্যা: আমেরিকার ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটনে আত্মজীবনীমূলক গ্রন্থ হলো ‘My life’ যা ২০০৪ সালে প্রকাশিত হয়।

49. Which Country is the highest exporter of natural gas from the Middle-East?
Ans: Qatar

ব্যাখ্যা: মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে থাকে পারস্য উপসাগরে ছোট উপদ্বীপ দেশ কাতার। দেশটি বিশ্বের মোট গ্যাস রপ্তানির ১৬.২% সম্পন্ন করে থাকে, এরপর প্রাচ্যের যে দেশ রয়েছে সে দেশ ২.৮% রপ্তানি করে থাকে, দেশটি সংযুক্ত আরব আমিরাত।
50. What was the name of the first temporary capital of Bangladesh?
Ans: Mujib Nagar

ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ও শপথ গ্রহণ করে মেহেরপুর জেলার মুজিব নগরে। আর তখন থেকে বাংলাদেশের বিজয় লাভের পূর্ব মুহূর্ত পর্যন্ত ‘মুজিব নগর’ ছিল বাংলাদেশের অস্থায়ী রাজধানী।

51. গাড়ি চালানোর সময় আপনার একটি ছোট দুর্ঘটনা ঘটেছে। কখন,। কোথায়, কিভাবে ঘটেছে এবং দুর্ঘটনার পর আপনি কি করেছেন। সে সম্পর্কে গাড়ির বীমা কোম্পানিকে একটি চিঠি লিখুন।
________________________________________________

তারিখ: ১৯.০৩.২০২৪

ব্যবস্থাপনা পরিচালক
সাধারণ বীমা কর্পোরেশন
৩৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০

বিষয়: গাড়ি দুর্ঘটনাজনিত বিবরণ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, ১৮ মার্চ ২০২৪ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বিকাল তিন ঘটিকায় হবিগঞ্জের মাধবপুরে আমার গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়িটিকে সজোরে এসে ধাক্কা দেয়। এতে আমার তেমন কোনো আঘাত না লাগলেও আমার গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর আমার ড্রাইভারের সহায়তায় গাড়িটি মাধবপুর উপজেলায় অবস্থিত রহমান ওয়ার্কশপে নিয়ে যাই। এখনও গাড়িটি সেখানে রয়েছে। আমার গাড়ির পলিসি নং ৫০২৩৭৯৬৫।

অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, উল্লিখিত তথ্যের ভিত্তিতে মোটর বীমা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে আমি কর্তৃপক্ষের নিকট চিরকৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক

লোকমান আহমেদ
বাংলাবাজার, ঢাকা-১০০০।

52. Some people believe that computers are more a hindrance than a help in today’s world. Others feel that they are such indispensable tools that they would not be able to live or work without them. To what extent do you agree or disagree with these statements? You should write at least 100 words. Use your ideas, knowledge, and experience and support your arguments with examples and with relevant evidence.

Ans: Nowadays, we use computers in many ways, either to work or at school. These computers have different advantages and disadvantages for us. Now I am going to compare the advantages and the disadvantages and in which ways are computers a hindrance then I will discuss my perspective.

There is a vast plethora of ways in which computers are a hindrance. Firstly, not only can it affect our vision, especially for youngsters, but it may also affect our backbone. That is to say that if someone stays on a computer for long, glare produced by the device will definitely affect our eyesight.

Furthermore, computers may create an imaginary world around kids, especially if they are watching a movie. Without negotiation, They will stick to their seats silently from commercials to credits. Although it may seem beneficial for kids to stay quiet instead of playing and making a lod noise around, kids should play and pop this bubble to socialize with the outer community.

In spite of the drastic negatives mentioned, one cannot turn a blind eye on the incontestable positives. Even though it has harmful effects on our health, it is the easiest way to collect data. However, these pieces of information should be checked, because sometimes websites are not officially accredited so data may be biased. For example, if you are doing a class project or watching an educational video on the internet, the first and the most salient advice to do is to check its resources to ensure that what you are collecting is as accurate as possible.

In conclusion, I personally acquiesce that its merits outweigh its negatives. Notwithstanding that it is advised not to stay on the computer for more than two hours a day in order not to suffer from health problems and to ignite your communication skills.

53. A password is made up of two letters followed by two single-digit numbers. If a person is assigned a password at random. What is the probability, rounded to the nearest hundredth, that the password uses only even digits for the numbers?

Solution:
We know that,
Total number of letters = 26
Total number of digit= 10 ..
Total number of even digit= 5
For a password is made up of two letters followed by two single digit numbers,
Favourable outcomes = 26 * 5 * 5
Total outcomes= 26 * 10 * 10
Hence, required probability = (26 * 5 * 5)/(26 * 10 * 10)

=0.25
Ans. 0.25

54. A person running an 800 meter race average 130 meters per minute for the first 3/4 of the race. The average speed for the remainder of the race is 145 meters per minute. What is the person’s average speed for the entire 800 meters rounded to the nearest whole number?

Solution:

Given that,
Person running an 800m race.
Here,First race= (3/4 * of * 800) m = 600m
Next race (800-600)m=200m

We know that, Time= DIstance/ Speed
First race time= 600/130 min .
= 4.615
= 4.62min

Next race time = 200 / 145
= 1.379
= 1.38min

Total race time = (4.62 + 1.38) min
=6 min

Hence,
average speed of the person’s (800 /6) m/min
= 133.33 m / min

Ans. 13333m / min

55. Instruction: Answer the following questions. 5 * 2 = 10

a. How many countries use the Euro currency?

Ans. The Euro currency is used by 20 EU countries.

b. The Coldstream Guards is the oldest continuously serving regiment in the Army, belongs to which country?

Ans. The Coldstream Guards, the oldest continuously serving regiment in the Army, belongs to UK.

c. CIA, the intelligence agency of USA, was founded in which year?

Ans. CIA, the intelligence agency of USA, was founded in 1947.

d. Who was the first Viceroy of India?

Ans. The first viceroy of India was Warren Hastings.

e. Riksdag is the name of parliament of which country?

Ans. Riksdag is the name of parliament of Sweden.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *