Top 5 buffets in dhaka

Masudur.org
By -
0

স্বাগতম, শুধু খেতেই না, আপনি যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে Buffe খাওয়া হবে সঠিক সিদ্ধান্ত। গত বছরের শুরুতে জনপ্রিয় হওয়া বুফের মধ্যে Stack house সবচেয়ে ভালো মানের buffe পরিবেশন করত। সেবার মান, খাবারের মান ও দামের পাথ্যর্কের বিচারে দেখে নিন ঢাকার সেরা ৫ buffe.

1. The great kabab factory - দি গ্রেট কাবাব ফেক্টরি



সেবার মান, দাম ও খাবারের মানের হিসাব মিলাতে যান, তাহলে Gulshan 2 and dhanmondi শাখার The great kabab factory হবে একদম পারফেক্ট। তাদের 75 টি আইটেমের বুফে খাবেন মাত্র ১২০০ টাকায়।

2. The buffe stories - দি বুফে স্টোরিজ



দাম ও খাবারের item এর দিক থেকে the buffe stories মানানসই। তবে তাদের মিরপুর ২ ও ধানমন্ডি ১১ শাখাতে ভ্যাটসহ খরচ করতে হবে মাত্র ৬০০ টাকা। পাবেন ৬৫ টি আইটেমের খাবার, পছন্দের পানি ও কোমল পানিও পাবেন একদম ফ্রি।

3. Garlic and Ginger - গার্লিক এন্ড জিঞ্জার



খুব বেশি পরিচিত না হলেও, ধানমন্ডির garlic and ginger এ শতাধিক ভালো মানের খাবার পাবেন। la meridian এর মতো সুসি ও সালাদ এর আয়োজন আছে।৷ এবং তাদের কাছে নিহারী item ও পাবেন। দাম ১২০০ টাকা।

4. লা মেরিডিয়ান। 


ঢাকার অন্যতম জনপ্রিয় হোটেল Le meridian, Le meridian এর buffe তে কমপক্ষে ১০০ item এর খাবার। বিরিয়ানি,  শুশি সহ আরও নানা রকমের মিষ্টি আইটেম তো আছেই। মানের দিক থেকেও কমতি নেই, দামের দিক থেকে একটু বেশি ৫০০০ টাকা।

5. তাজ-ই-নবাব - Taj-E-Nawab।



তাজ ই নবাব পুরান ঢাকায় হওয়ায় অনেকেই হয়তো তাজ ই নবাব এর নাম শুনেননি,  কিন্তু তাজ ই নবাব প্রতিদিনই জমজমাট থাকে। ৪০ টির বেশি আইটেম এর খাবার এর পাশাপাশি, লাইট  মিউজিক আপনাকে মোটেও হতাস করবে না। দাম ৭৫০ টাকা।


এই ছিল আমাদের বাছাই করা সেরা ৫ টি buffe এর তালিকা। so, আপনাদের পছন্দের কোন বুফে যদি থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Post a Comment

0Comments

Post a Comment (0)