আসসালামু আলাইকুম, আসা করি আপনারা সকলেই ভাল আছেন। আজকের পোস্ট টা খুবই গুরুত্বপূর্ণ যারা লেখাপড়া শেষ করে career শুরু করতে যাচ্ছেন। ছাত্র/ ছাত্রী জীবন শেষ করে corporate Life এ ঢুকতে যাচ্ছেন।
সুতরাং তাদের জন্য ৫ টি অত্যাবশ্যকীয় স্কিল। আপনি যদি জব মার্কেটে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই এই ৫ টি Skill থাকতে হবে।
১. Basic computer skill
বেসিক কম্পিউটার স্কিল এর মধ্যে Windows operating system, Email, Microsoft word, excel, powerpoint সম্পর্কে ভাল ধারনা থাকা। Microsoft office এর বিভিন্ন টুলস সম্পর্কে জানা।
২. Social Media Management Skill
social media বলতে youtube, facebook, instagram এগুলোকে বোঝায়। এগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করা। যেমন একটি পেজ এ নিয়মিত ভালো মানের effective content post করা. মেসেজ এর রিপ্লাই দেওয়া। কমেন্ট এর রিপ্লাই দেওয়া।
৩. Communication Skill
মানুষের সাথে আপনি কীভাবে communication করবেন। কীভাবে একটি e-mail লিখবেন। কীভাবে আপনি মানুষের সাথে কথা বলবেন। কীভাবে আপনি মানুষকে কনডেন্স করবেন। এই skill গুলো বর্তমান সময়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ।
if you can't tell anything, you can't sell anything.
অথাৎ, আপনি যদি কোন কিছু বলতে না পারেন, কোন কিছু বেচতে পারবেন না। বাচতে হলে খেতে হবে, খেতে হলে কিনতে হবে, কিনতে হলে বেচতে হবে। বেচতে হলে communication skill লাগবে।
৪. Presentation skill
আপনি যখন career এ প্রবেশ করবেন। তখন আপনার presentation skill টা থাকা টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন মানুষের সামনে কথা বলবেন। কোন প্রোডাক্ট, সার্ভিস,কাজ, contribution প্রকাশ করেন তখন presentation দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। presentation skill অন্যকে impress করতে হলে নিজেকে express করতে পারতে হবে। এবং নিজেকে express করার জন্য ভালো একটি presentation skill থাকতে হবে। একটা ভালো প্রেজেনটেশন স্কিল থাকা খুবই গুরুত্বপূর্ণ।
৫. People Management Skill
আপনি কী সারাজীবন নিজে নিজে কাজ করে যাবেন। নিজে নিজে তো সব কাজ করবেন না, আপনাকে কী করতে হবে, একটা টিম পরিচালনা করতে হবে। অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। আপনার ভিতরে leadership skill টা আসতে হবে। আপনার Leadership skill দেখে অন্যরা আপনার কাজ করতে উৎসাহিত হয়। আপনাকে বুঝতে হবে আপনি কীভাবে মানুষের মাঝে কাজ দিবেন। কী কী perameter এর মাধ্যেমে তাদের কাজগুলো বুঝে নিবেন। কীভাবে নিদিষ্ট সময়ের মাঝে আপনার Task গুলো শেষ করবেন। তা ছাত্র জীবন থেকে বুঝতে হবে।
এগুলোর সাথে অতপ্রোতভাবে জড়িত Time Management, আপনি যখনি কোন কাজ লোকজনকে দিয়ে করাতে যাবেন, তখন আপনার টাইম মেনেজমেন্ট টাও জানতে হবে।
এই 5 টা স্কিল time management এর মাধ্যেমে করতে পারেন তাহলে আপনি career এ দ্রুত সময়ে এগিয়ে যাবেন।
Tags:
Post a Comment
0Comments