ইন্টারভিউতে salary negotiate করুন, এই সহজ একটি হ্যাক এর মাধ্যেমে।

Masudur.org
By -
0


আমাদের ভেতরে অনেকেই আছে, যাদের কোন একটা জায়গায় চাকরির interview দিতে গেলে,  যখন expected salary এর কথা জিজ্ঞেস করা হয়, তখন তারা বুঝতে পারে না। তারা কত টাকা বলবে বা কত টাকা চাইবে।

so, এর জন্য আমি আপনাদের সহজ একটা Hack শিখিয়ে দিচ্ছি।

আপনাকে কিছুই বলতে হবে না, যাস্ট আপনি আগের চাকরীতে এই কয় টাকা পেতেন, আগের একটা কাজ করেছেন, সেখান থেকে এই কয় টাকা পেয়েছেন।

বিশেষ করে Fresher এর জন্য বেশি কায্যকর। কারন নতুনরা অনেক সময় বুঝতে পারে না, কোন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে আসলে ২০,০০০ টাকা চাবে, ২৫,০০০ টাকা চাবে নাকি ১৫,০০০ হাজার টাকা চাবে এটা বুঝতে পারে না।

so, suppose আপনি স্টুডেন্ট অবস্হায় হয়তো একটা voluntary কর্মী হিসেবে কাজ করেছেন ১ মাস ব্যাবি, সেখান থেকে আপনাকে ১৫,০০০ টাকা দিয়েছে। যখন expected salary জানতে চাওয়া হইল, এইরকম আপনি বলতে পারেন আপনাদের কোম্পানিতে যেরকম salary structure সেই অনুযায়ী salary দিতে পারেন আপনারা।

But, আমি কিরকম পেতাম সেটা যদি জানতে চান, তাহলে ব্যাপার টা এরকম আসে আমি লাস্ট টাইম একটা জায়গাতে ২ Month voluntary হিসেবে কাজ করেছি এবং এটার জন্য তারা আমাকে ১৫,০০০ টাকা পে করেছিল।

এই উত্তর টা যখন আপনি দিবেন, অপরপক্ষে যিনি hr আছেন তিনি বুঝে যাবেন  সে অলরেডি ১৫,০০০ টাকা উপার্জন করতে পারেন।

So, এর চাইতে কম তারা আর অফার করতে পারবে না। either 15000 টাকা বা তার বেশি অফার করবে।

এই সহজ হ্যাকস টি যদি আপনারা ফলো করেন, আসা করা যায় interview board এর নেগোসিয়েশন আরও সহজ হয়ে যাবে।
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)