Present Tense এর চারটি রুপ
- Present indefinite
- Present Continuous
- Present Perfect
- Present perfect Continuous
Present indefinite tense
যে Tense দ্বারা বর্তমানে কোন কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য বুঝায় তাকে present indefinite tense বলে।
বাংলায় চিনিবার উপায়: করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পড়, পড়ে, পড়েন, পড়িস, ঘুমায়, ঘুমাও, ঘুমান ইত্যাদি থাকে তাহলে Present indefinite tense হয়।
গঠন: Subject এর পর মূল verb বসে। subject Third person, singular number হলে verb এর শেষে 's' বা 'es' যোগ করতে হয়।
Structure: Subject + মূল verb এর Present form + object + বাকী অংশ
Example:
Post a Comment
0Comments