ম্যানিপুলেশন এ মাস্টার হয়ে যান। Manipulation Technique

Masudur.org
By -
0


Dark Psychological: এটা এমন একটা কন্ট্রোভারশিয়াল টপিক যার ব্যাপারে বেশিরভাগ মানুষ কথা বলতে ভয় পায়। কারন আপনি যদি একবার এই ডার্ক সাইকোলজি বুঝে যান আপনাকে ম্যানিপুলেট করা এতোটাও সহজ নয়। আর আপনাকে ম্যানিপুলেট করতে না পারলে বিজনেস থেকে শুরু করে পলিটিক্স প্রত্যেকের ধান্দা বন্ধ হয়ে যাবে।

আপনার সামনে মানুষের আসল রুপ বেরিয়ে আসবে। আপনি যদি ভেবে থাকেন আপনি ভাল মনের বলে প্রত্যেকে ভাল এটা আপনার ভ্রম। এখনি ভ্রম থেকে বাহিরে আসুন। 

আজকের এই পোস্টে যে সাইকোলজিক্যাল বিষয় নিয়ে বলতেছি, ম্যানিপুলেট এর বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রিকস গুলো ব্যবহার হয়ে থাকে।

Dark psychology and Manipulation শিখা এজন্য important যাতে আপনি নিজেকে protect করতে পারেন এগুলোর missuse কখনই করবেন না।


১. Social Proof

যখন আমরা দেখি আসেপাশের বেশিরভাগ মানুষ কোন একটা specific জিনিসকে পছন্দ করতে শুরু করেছে আমরাও সেটা পছন্দ করতে লাগি। এটার best example হলো Trends, আপনি দেখেছেন কোন জিনিস trend এ থাকে প্রত্যেকেই সেটা নিতে চায়। জ্যাকেট কিংবা জিন্স যদি trend এ থাকে প্রত্যেকে সেটা কেনা শুরু করে। 

বড় বড় মার্কেটিং এজেন্সি ও এই ট্রিক কে ব্যবহার করে। কোন প্রডাক্ট এর পজিটিভ রিভিউ  দেখে আমরা সেই পন্যটি ক্রয় করি। যখন আমরা কোন বিষয়ে কনফিউজড ফিল করি তখন social media review, internet করে ডিসিশন নিয়ে থাকি।

একজন ব্যক্তি যাকে আপনি পছন্দ করেন না কিন্তু আপনার আসেপাশের family, friend প্রত্যেকেই আপনাকে conveyance করতে থাকে। যে না ব্যক্তিটি অনেক ভালো।  আপনি একটা টাইমের পর নিজের perception change করে নেন। এবং ই ব্যক্তিটিকে ভালো ভাবা শুরু করেন। বেশিরভাগ সময় actually আপনাকে manipulae করা হয়। এবং আপনার perception কে change করা হয়। যেটা আপনি ধরতেও পারেন না।


২. Reason

Psychology তে সবচেয়ে simple এবং effective trick. এখানে Manipulate এ যেটা চাওয়া হয় সেটা পাওয়ার জন্য  reason and logical argument use করা হয়। এবং টার্গেট কে conveyance করতে থাকে। 

আপনি Money heist সিরিজ টি দেখেছেন যেখানে Mastermind Professor bank লুটার জন্য যাদের টিম বানিয়েছিল তাদের প্রত্যেকের background দেখলে বুঝতে পারবেন এদের মধ্যে একটা জিনিস কমন রয়েছে।

প্রত্যেকেই needy, প্রত্যেকেরই টাকার প্রয়োজন। Professor তাদের conveyance করেছিল কীভাবে তাদের bank লুটলে প্রত্যেকের finance problem solve হয়ে যাবে। 


3. Slightly Wrong


Top class manipulator এই ট্রিকটি use করে থাকে। এই ট্রিকে ভুল information কিছুটা confidence এর সাথে বলা হয়। যার থেকে সামনের মানুষটি সেটা correct করতে যায়। এবং right information reveal করে থাকে। সাথে কিছু extra information ও দিয়ে দেয়। 

আপনার আসেপাসের পাড়ার কাকীমা ও জেঠী মা কে বেশিরভাগ ব্যবহার করতে দেখবেন।

তাদের হয়তো কোন একটা তথ্য বের করা হয়েছে। সেক্ষেত্রে ডিরেক্টলি জিজ্ঞেস না করে বলবে, শুনলাম তুমি নাকি অংকে ফেল করেছ,  এটার পর আপনি নিজে থেকেই বলতে শুরু করবেন, তাকে correct করতে যাবেন।

এবং বলবেন, না অংকে ফেল করিনি  কম মার্কস পেয়েছি। এরপর কেন পেয়েছি, কিভাবে পেয়েছি, কেমন হলো এই সবকিছু নিজে থেকে বলা শুরু করবেন। দেখুন এটা একটা উদাহরন। এখানে পাড়ার কাকীমা succeed নাও হতে পারে।

But manipulator এই tricty অনেক professionaly use করে থাকে। যেটা always successful হয়। এটা একটা ব্রিলিয়ান্ট psychological trick যা ব্যবহার করে hidden Truth কে revealed করার জন্যে। 

সামনের মানুষের চিন্তাভাবনা এবং সিক্রেটকে বের করতে।


4. Silent Treatment. 

এটা একটা dark psychological hack. সামনের মানুষের থেকে কথা বের করার জন্য তাকে তার ভুল realise করার জন্য এই hack টা usefull. অনেকসময় সামনের মানুষকে লাখ বলে,  ড্রামা করে,  চিৎকার করে বুঝিয়েও লাভ হয় না।

যতটা লাভ হয় silent থেকে হয়। কারন সাইলেন্স সামনের মানুষের মধ্যে মাল্টিপল emotion trigger করে। সে confuse হয়ে যায়। নিজেকে ডাউট করতে শুরু করে।

তার মধ্যে everytion আসে। এগুলোর সাথে সাথে আপনার সাথে তার attatchment বাড়তে থাকে। এই silent ট্রিকটি relationship এর ক্ষেত্তে ভালো। ধরুন আপনার partner, family member বা আপনার friend কোন ভুল করেছে, যেটা আপনার পছন্দ নয়।

এখন বার বার বারন করা সত্যেও আপনার কোন কথা শুনছে না। এমন শিচুয়েশনে বলা বন্ধ করে দিন। একদম silent হয়ে যান। তাকে confuse হতে দিন, ভাবতে দিন। আপনি কেন এমন রিয়েক্ট করছেন। 

এই সাইলেন্স ট্রিটমেন্ট এ তার মধ্যে রাগ আসবে। একটা টাইমের পর ভেঙে পড়বে। এবং আপনি যেমন চান তেমন হবে। এই ট্রিকটি অনেক Dangerous. এটি সামনের মানুষকে সাইকোলজিক্যাল torture এর মধ্যে দিয়ে নিয়ে যায়। তাই এই trick টি কারও উপর প্রয়োগ করার বদলে কেবল মাত্র নিজেকে protect করার জন্য use করবেন।


5. Choice Restrictions

এটা এমন একটা ট্রিক যেটা use করে আপনি মানুষের ডিসিশন  নিজের ডিরেকশন এ আনতে পারেন। দেখুন মানুষকে দিয়ে সোজাভাবে কোন কাজ বের করা মুশকিল। 

তাই আপনি যদি তার চয়েশ এর উপর লিমিট লাগিয়ে দেন তাহলে তার dicition making ability o limited হয়ে যাবে।

For example: আপনি চান আপনার ছোট ভাই বা বোন পড়তে বসুক,  আপনি যদি ডিরেক্টলি বলেন তাহলে সে restrict করবে। 

তাকে বলুন বাড়ির কোন কাজ কর তুই ত পড়তে বসবি না। সে তৎক্ষনাৎ সব কাজ ছেড়ে পড়তে বসে যাবে। এটা তো গেলো simple example. এভাবে লোক আপনার choice এর উপর restrict লাগিয়ে বড় বড় কাজ করিয়ে নেয়। 

এবং তারা যেভাবে চায় সেভাবেই করিয়ে নেয় আপনি বুঝতেও পারেন না। 

এই ছিলো ডার্ক সাইকোলজির কিছু ট্রিক, যা আপনি use ও করতে পারেন, বা নিজেকে use হওয়া থেকে বাচাতেও পারেন।





Post a Comment

0Comments

Post a Comment (0)