আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি। এইতো আছি কোনরকম। আছি মোটামুটি, কোনরকমে জীবন চলছে আল্লার দুইটা ডাল ভাত খেয়ে।
অথচ, আপনি খেয়াল করবেন, আল্লার দুইটা ডলা ভাত খেয়ে আছে, যে এই কথা বলছে সে একটু আগে খাসির কাচ্চি খাইছে, কিন্তু সে যেই জিনিসটা খাইছে, বা যেভাবে সে চলাফেরা করছে তার এইটা নিয়ে কোন শুকরিয়া নাই, বা Thanksfull nai.
যে মানুষ তার যা কিছু আছে তা নিয়ে সুখী হতে পারে না তাকে পরবর্তীতে আরও কিছু দিলেও সে সুখী হতে পারবে না।
এই যে Happy হওয়াটা একটা মেন্টাল স্টাটাস। এই নিয়ে খুশি থাকতে হবে।
এই যে মোটামুটি থাকা, ভালো না থাকা একটা মেন্টাল স্টাটাস।
আপনি যদি, আপনার যা কিছু আছে তা নিয়ে happy না থাকতে পারেন ভবিষ্যতে ও happy থাকতে পারবেন না।
so আমাদের প্রত্যেকের উচিত, Actually আমরা যা কিছু পাচ্ছি, প্রচন্ড রকমের সুখ ও প্রাচুর্য এর মধ্যে আছি এটা নিয়ে আমাদেরকে happy থাকতে হবে।
দেখা যাবে যে আমাদের আয়, রোজগার, রুটি বরকত এই সবকিছুর মধ্যে বরকত চলে আসবে।
যা আছে তাই নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করি, এই কোনরকম জীবন চলে যাচ্ছে, কোনরকম আছি, ভাললাগছেনা, এই মোটামুটি তাহলে কিন্ত আমরা ভবিষ্যতে মোটামুটিই পাব। মোটামুটি থেকে কখনও বের হতে পারব না।
so প্রত্যেকের জব, career, life, family এই সবকিছু মিলিয়ে যে যেই জায়গায় আছেন, সবাই সবার জায়গা থেকে শুকরিয়া আদায় করতে পারি না।
আল্লাহ আমাদের এতো ভালো রাখছেন, এরথেকে ভাল আর থাকাই যায় না।
Post a Comment
0Comments