বাংলাদেশে আগামী এপ্রিল, মে মাস নাগাদ নতুন ডিজাইনের টাকা বাজারে আসবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে থাকবে না বঙ্গবন্ধুর ছবি।
তবে এবারের ঈদে ও নতুন টাকার নোটে এবারের ঈদে ছবি ও সাবেক গর্ভনরের ছবি বহাল থাকছে।
১৯ মার্চ থেকে ২৫ মার্চ পজন্ত বানিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যেমে বিনিময় করা হবে নতুন টাকা।
Post a Comment
0Comments