বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। বাংলাদেশে মোট জেলার সংখ্যা ৬৪ টি। বাংলাদেশের মধ্যে কোন জেলাগুলো উন্নত ও ধনি জেলা হিসেবে পরিচিত তা সকলের জানার আগ্রহ আছে।
১. ঢাকা।
ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা জেলা মধ্যঅঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রসাশনিক অঞ্চল। যেখানে লক্ষ্য কোটি মানুষের আয়ের উৎস। এছাড়াও বড় বড় বিল্ডিং, কারখানা, অফিস আদালত এই ঢাকায় অবস্থিত।
২. নোয়াখালী জেলা।
বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এই নোয়াখালী জেলা অবস্থিত। নোয়াখালী জেলার কথা বলতে গেলে অর্থের দিক দিয়ে সেরা এই নোয়াখালী জেলাটি। নোয়াখালী জেলার অর্থনিতি অত্যন্ত শক্তিশালী। তাছাড়া নোয়াখালী জেলার যানবাহন ব্যবস্হা অনেকটাই উন্নত। ঢাকা ও চট্টগ্রাম সড়কের সাথে সংযুক্ত এই নোয়াখালী সড়ক। নোয়াখালী জেলাতে অনেক দর্ষনিয় স্হান রয়েছে।
৩. সিলেট।
সিলেট জেলা বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত। বনজ ও খনিজ সম্পদে ভরা এই জেলাটি। তাছাড়া এই জেলার প্রাকৃতিক সুন্দর্য এতটাই সুন্দর যে সিলেট জেলাকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলা হয়। এই জেলাটি প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনিতিতে বিশেষ অবদান রাখে। সিলেট একটি সূন্দর্য মন্ডিত ও খনিজ সম্পদে ভরপুর জেলা।
৪. চট্টগ্রাম জেলা।
চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঅঞ্চলে অবস্থিত, বানিজ্যিক ভাবে দেখলে চট্টগ্রাম জেলাটি অনেকটাই উন্নত। চট্টগ্রাম জেলাকে বাংলাদেশের বানিজ্যিক রাজধানী বলা হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে মূলত ব্যবসা বানিজ্যের আমদানি ও রপ্তানি হয়ে থাকে। তাছাড়াও রাজস্ব আয়ের ৬০ ভাগ আসে চট্টগ্রাম থেকে। এই জেলাটা পাহাড়ি এবং সামুদ্রিক জেলা।
৫. কুমিল্লা জেলা।
কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বা অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রসাশনিক অঞ্চল। এই কুমিল্লা জেলা রসমালাই ও খাদি কাপড়ের জন্য বিখ্যাত। কুমিল্লা একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী জেলা। এবং এই জেলার প্রাকৃতিক সূন্দর্য মনোমুগ্ধকর।
Post a Comment
0Comments