বাংলাদেশের সবচেয়ে সেরা পাওয়ারফুল ১০ টি কোম্পানি।

Masudur.org
By -
0
10 powerfull company in Bangladesh


এই ১০ টি কোম্পানি সর্বকালের সের কোম্পানি এবং সবচেয়ে ক্ষমতাশীল কোম্পানি বাংলাদেশের মধ্যে। অথাৎ তাদের ক্ষমতা অনেক বেশি, চলুন এই ১০ টি কোম্পানি সম্পর্কে আপনাদের ধারনা দেই।

বাংলাদেশের সবচাইতে সেরা এবং সবচেয়ে পাওয়ারফুল কোম্পানির মধ্যে ১ নাম্বারে অবস্তান করছে 

1.Bashundhara Group.

দেশ মানুষের জন্য এই স্লোগানে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় বসুন্ধরা গ্রুপ। সময়ের বিবর্তনের সাথে সাথে ক্ষুদ্র এই কোম্পানিটি বাংলাদেশের বৃহত্তম কোম্পানিতে পরিনত হয়েছে। বর্তমানে বসুন্ধরা গ্রুপে কাজ করছে ৫৭ হাজার কর্মি। কিন্তু ধারনা করা যার প্রকৃত সংখ্যা এর থেকে বেশি। বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমান প্রায় ৫০ হাজার কোটি টাকা। সিমেন্ট, গ্যাস, সার্ভিস, মিডিয়া, স্পাত, খেলাধুলা, ফুড, চিকিৎসা সেবা সহ Bashundhara shopping complex, আবাশন Bachundhara city, Training and development খাতে ব্যবসা পরিচালনা করে আসছে।

2. Jamuna group


বাংলাদেশের অন্যতম বৃহৎ কোম্পানি। ১৯৭৪ সালে তাদের পথযাত্রা শুরু হয় এবং তারা বাংলাদেশের বৃহত্তর কোম্পানি তে পরিনত হয়েছে। যমুনা গ্রুপে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এটি শুধু বাংলাদেশের সবচেয়ে বড় না এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল Jamuna future park.

Jamuna group এর ব্যবসার খাত গুলো হলো Tv, media, Gas, Spening mill, আবাশন, বস্ত্র, রাসায়নিক, engineering, print ইত্যাদি। যমুনা গ্রুপের মোট সম্পদের পরিমান ১৩০ কোটি ডলার।

3. Beximco Group


বেক্সিমকো গ্রুপ মূলত বাংলাদেশের export, import, stock exchange এর বাজারে রাজত্ব করে আসছে। বেক্সিমকো গ্রুপে ৬৫ হাজার কর্মী নিয়োজিত আছে। বর্তমানে Beximco group এর সম্পদের পরিমান ১.২ বিলিয়ন ডলার। পোশাক, engineering, online, food, pharma, television,  বিনিময়ে,  ব্যাংকিং সহ আরও নানা খাতে ব্যবসা পরিচালনা করে আসছে Beximco group. বাংলাদেশের অন্যতম টেলিভিশন চেনেল independent television এটি beximco group এর দ্বারা পরিচালিত হয়ে আসছে।

4. Akij group


আকিজ গ্রুপ বাংলাদেশের অনেক পুরাতন কোম্পানিগুলোর মধ্যে একটি। ১৯৪০ সালে কোম্পানির যাত্রা শুরু হয়। প্রায় 70 হাজার কর্মী নিয়োজিত আছে আকিজ গ্রুপে। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমান ২ বিলিয়ন ডলার। আকিজ গ্রুপ মূলত জুট, টেক্সটাইল,  সিরামিকস, ফুড, তামাক ও ফার্মাসিউটিক্যাল সহ আরও অন্যান্য সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছে। আকিজ গ্রুপের পথযাত্রা শুরু হয়েছিল পাঠশিল্পের মাধ্যমে।

5. Square


Square কোম্পানি বাংলাদেশের খুবই সুপরিচিত। স্কয়ার কোম্পানি ওষধ শেবা প্রদানের জন্য খুবই সুপরিচিত অর্জন করেছে। স্কয়ার এর ওষধ বাংলাদের বাইরেও খুব জনপ্রিয়। ওষধ, খাদ্য, পোশাক ও মিডিয়া খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। ১৯৫৮ সালে স্কয়ার এর পথযাত্রা শুরু হয়। বর্তমানে মাছরাঙা টেলিভিশন স্কয়ার গ্রুপ দাড়াই পরিচালিত হয়।

6. Meghna Group


বাংলাদেশের আরও একটি বড় প্রতিষ্ঠান হলো মেঘনা গ্রুপ। এবং ক্ষমতা শীল প্রতিষ্ঠান। মেঘনা গ্রুপের সর্বমোট সম্পদের পরিমান ২ বিলিয়ন ডলার। প্রায় 32 হাজার কর্মি মেঘনা গ্রুপে কর্মরত আছেন। সিমেন্ট, কাগজ, রাসায়নিক, তেল,চিনি, দুধ ইত্যাদি খাতে মেঘনা গ্রুপ সেবা দিয়ে আসছে।

7. Pran RFL Group


বাংলাদেশে RFL এর পন্য কিনেনি কিংবা rfl কোম্পানি  চেনেনা এমন মানুষ খুজে পাওয়া মুসকিল। প্রায় ১ লক্ষ তিরিশ হাজার মানুষের বিশাল কর্মসংস্হান তৈরি করেছে rfl group. 1981 সালে ১৭ মার্চ এ শুরু হয় rfl group এর পথযাত্রা। আরএফএল গ্রুপ দেশের চাহিদা মিটিয়ে, বিদেশে পন্য রপ্তানি করছে। খাদ্য, প্লাস্টিক, কৃষি, media, electronics, ওষধ, গার্মেন্টস সহ নানা ধরনের খাতে প্রান আরএফএল গ্রুপ ব্যবসা পরিচালনা করছে। তবে rfl এর প্লাস্টিক পন্য সবচেয়ে জনপ্রিয়।

8. Abul khair Group


অতীতে আবুল খায়ের স্টীল অনেক জনপ্রীয় ছিল। এবং এটি সবার মুখে মুখে শোনা যেত আবুল খায়ের টিনের নাম। ১৯৫৩ সালে আবুল খায়ের গ্রুপের যাত্রা শুরু হয়। স্টীল, সিরামিকস, তামাক, সিমেন্ট এই চারটি খাতের পাসাপাসি আরও নানারকম খাতে ব্যবসা পরিচালনা করছে Abul khair group.

9. ACI Limited


বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান হলো ACI Limited. এসিআই লিমিটেড এর সম্পদের পরিমান প্রায় ২৩৮ মিলিয়ন ডলার। ১৯৯২ সালে aci limited এর যাত্রা শুরু হয়। এই কোম্পানিটি রাসায়নিক, কৃষি, মোটরসাইকেল, ভোগ্যপন্য, খাদ্য, পরিবহন, ইলেক্ট্রনিকস, যোগাযোগ সহ আর বিভিন্ন খাতে aci ltd সেবা দিয়ে যাচ্ছে।

10. Partex Group


বাংলাদেশে পারটেক্স গ্রুপ এর পন্যগুলো খুবই জনপ্রিয়। প্রায় ৫৫ হাজার কর্মী নিয়োজিত আছে পারটেক্স গ্রুপে। ১৯৫৯ সালে পারটেক্স গ্রুপ প্রতিষ্ঠিত হয়। পারটেক্স গ্রুপ বর্তমানে মোট সম্পদের পরিমান ৭ বিলিয়ন ডলার। প্লাস্টিক, ফুড, স্টিল, আবাসন,  শীপ, পাঠ, পাওয়ার, কাগজ, কৃষি,  it, আসবাবপত্র ও Textile ইত্যাদি খাতে ব্যবসা পরিচালনা করছে পারটেক্স গ্রুপ।
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)