যে কোন সময়, যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন এই ৫ টি শব্দ বেশি করে ব্যবহার করবেন, তাতে করে আপনার interviewer এর প্রতি batter impression তৈরি হবে। এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
1.Industrious - কঠোর পরিশ্রমী।
মানে আপনি কঠোর পরিশ্রম করতে পারেন। অনেক বড় টিম পরিচালনা করতে পারেন, আপনার লিডারশীপ স্কিল ভালো, টিম বিল্ডিং ভালো, project management স্কিল ভালো। এই সবকিছুর মাধ্যেমে বোঝা যায় আপনি industrious. মানে আপনি পরিশ্রমী, দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন। সময়ের কাজ সময়ের ভিতরে করতে পারেন। প্রপারলি রিসোর্স ম্যানেজ করতে পারেন।2. Commercially Aware
মানে আপনার একাউন্স এন্ড ফাইনান্স সম্পর্কে ভালো ধারনা আছে। যে কোন প্রডাক্ট এর costing, pricing হিসাব করা। ক্যালকুলেটিভ ওয়েতে জীবনযাপন করা, নেগোসিয়েশন করা,কোস্ট কন্ট্রোল করা, cost minimize করা,credit recovery করা, কোম্পানির প্রফিট এন্ড লস analysis করা।Companyr efficiency বাড়ানোর জন্য, cost save করার জন্য, profit maximize করার জন্য যা যা ইনিশিয়েটিভ করা দরকার সেগুলো ইনিশিয়েটিভ নেওয়া, পলিসি তে কোন রকম change আনা, এবং সেগুলোকে implement করা। এধরনের কাজ গুলোতে আপনার experience আছে।
3. Discipline.
একটা কথাই আছে শৃঙ্খলাই শৃঙ্খলা মুক্তির পথ।
so, যে মানুষ যত বেশি discipline সেই মানুষ তত বেশি সফল, পৃথিবীতে যত মানুষ সফল আছে তারা প্রত্যেকেই ডিসিপ্লিন ছিলেন। ডিসিপ্লিন শব্দ টা খুবই গুরুত্বপূর্ণ, আপনি নিয়মের মধ্যে থেকে কাজ করেন, সুশৃঙ্খল জীবন যাপন করেন, যে জীবন টা একটা নিয়মের মধ্য দিয়ে যাবে। ডিসিপ্লিন আমার পছন্দের একটি অভ্যাস, যা আপনি interview এর সময় বলতে পারেন।
There are two types of people, who are working for some company.
এক টাইপের লোক আছে যাদেরকে বলে বলে কাজ করাতে হয়। এই কাজটা করো, ওই কাজটা করো, এই কাজটার কি অবস্তা, ওই কাজটার কি অবস্থা, একটা কাজ দিলে তুমি করবা কিনা এরকম।
এমন এক ধরনের লোক আছে বস আমাকে কাজ দেন কাজটা করতে পারি কিনা, বস আমার এটা করা জরুরি, বস আমার ওইটা করা জরুরি। So কী হলো, তারা কিন্তু দায়িত্ব নিতে পারে।
so, আপনার ইনিশিয়েটিভ করার সক্ষমতা রাখবেন, ততই কিন্তু আপনার HR এর কাছে গ্রহনযোগ্যতা বাড়বে। শুধু ইনিশিয়েট করলে তো হবে না, implement ও করতে হবে।
So, একটা implementation formwork design করা, implementation strategy set করা, project এর মাইলস্টোন সেট করা, Project progress track করা, এবং অনটাইমে বাজেট অনুযায়ী কাজটাকে কপ্লিট করা, initiative and implement করা এই word টি interview board এর জন্য খুবই পাওয়ারফুল word.
যেখানে আপনার boss থাকবে, supporting lead বা কলিক থাকবে, internal অনেক stockholder থাকবে।
অন্যান্য ডিপার্টমেন্টের অনেকের সাথে মিলেমিশে কাজ করতে হবে, বাইরের কাস্টমার, ভেন্ডর থাকবে।
So, All together working invironment এ কাজ করা, এবং একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে লক্ষ্য পূরনে help করা, এই ধরনের কথা, বাত্তা গুলো interview বোর্ডে বেশি বলতে হবে।
so, যে মানুষ যত বেশি discipline সেই মানুষ তত বেশি সফল, পৃথিবীতে যত মানুষ সফল আছে তারা প্রত্যেকেই ডিসিপ্লিন ছিলেন। ডিসিপ্লিন শব্দ টা খুবই গুরুত্বপূর্ণ, আপনি নিয়মের মধ্যে থেকে কাজ করেন, সুশৃঙ্খল জীবন যাপন করেন, যে জীবন টা একটা নিয়মের মধ্য দিয়ে যাবে। ডিসিপ্লিন আমার পছন্দের একটি অভ্যাস, যা আপনি interview এর সময় বলতে পারেন।
4. Initiate and implement.
আপনি যে একজন initiator, আপনাকে কোন কিছু বলে দেওয়া লাগে না। আপনি নিজে নিজেই বলতে পারেন, এইটা কিন্তু খুব বড় একটা গুন।There are two types of people, who are working for some company.
এক টাইপের লোক আছে যাদেরকে বলে বলে কাজ করাতে হয়। এই কাজটা করো, ওই কাজটা করো, এই কাজটার কি অবস্তা, ওই কাজটার কি অবস্থা, একটা কাজ দিলে তুমি করবা কিনা এরকম।
এমন এক ধরনের লোক আছে বস আমাকে কাজ দেন কাজটা করতে পারি কিনা, বস আমার এটা করা জরুরি, বস আমার ওইটা করা জরুরি। So কী হলো, তারা কিন্তু দায়িত্ব নিতে পারে।
so, আপনার ইনিশিয়েটিভ করার সক্ষমতা রাখবেন, ততই কিন্তু আপনার HR এর কাছে গ্রহনযোগ্যতা বাড়বে। শুধু ইনিশিয়েট করলে তো হবে না, implement ও করতে হবে।
So, একটা implementation formwork design করা, implementation strategy set করা, project এর মাইলস্টোন সেট করা, Project progress track করা, এবং অনটাইমে বাজেট অনুযায়ী কাজটাকে কপ্লিট করা, initiative and implement করা এই word টি interview board এর জন্য খুবই পাওয়ারফুল word.
5. Collaborative.
আপনি যখন কোন একটা জায়গাতে কাজ করবেন, তখন আল্টিমেটলি আপনাকে collaborative environment এ কাজ করতে হবে।যেখানে আপনার boss থাকবে, supporting lead বা কলিক থাকবে, internal অনেক stockholder থাকবে।
অন্যান্য ডিপার্টমেন্টের অনেকের সাথে মিলেমিশে কাজ করতে হবে, বাইরের কাস্টমার, ভেন্ডর থাকবে।
So, All together working invironment এ কাজ করা, এবং একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে লক্ষ্য পূরনে help করা, এই ধরনের কথা, বাত্তা গুলো interview বোর্ডে বেশি বলতে হবে।
Post a Comment
0Comments