Brack University তে Admission নিতে চান জেনে নিন ভর্তির নিয়মাবলি।

বাংলাদেশের অতি পরিচিত, সুনামধন্য ও লেখাপড়া দিক দিয়ে ও আধুনিকতায় সেরা বিশ্ববিদ্যালয় হলো ব্রাক বিশ্ববিদ্যালয়। 

এছাড়াও private University এর মধ্যে brac কে সেরা হিসেবে ধরা হয়। 

কোন ছাত্র/ছাত্রী ব্রাক University থেকে পাস করার পর তাদের oppurtunity অনেক। কেননা ব্রাক এর নিজস্ব অনেক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তাদের সুযোগ রয়েছে। এছাড়া ও অন্যান্য যেকোন প্রতিষ্ঠানে তাদের চাহিদা প্রচুর।

Brac University subject list:

undergraduate program: ব্রাক বিশ্ববিদ্যালয়ে অনেক বিষয় রয়েছে, আপনি আপনার passion. অনুযায়ী চয়েস করতে পারেন।

  1. Bachelor of Anthropology
  2. Bachelor of Applied Physics
  3. Bachelor of science in biotechnology 
  4. Bachelor of Architecture 
  5. Bachelor of Economics 
  6. Bachelor of arts
  7. Bachelor of computer science engineering
  8. Bsc in Electrical and Electronics engineering
  9. Bachelor of laws
  10. Bachelor of mathematics 
  11. Bachelor of microbiology 
  12. Bachelor of pharmacy
  13. Bachelor of physics. 

Brac University তে ভর্তির যোগ্যতা:



ব্রাক এ ভর্তি হতে হলে আপনাকে ssc তে minimum 3.5 এবং H.S.C তে ও মিনিমাম 3.5   পয়েন্ট থাকতে হবে।

যদি থাকে তাহলে Apply now এ ক্লিক করুন অথবা সরাসরি university তে যেয়ে ভর্তি ফরম পুরন করে জমা দিন।

ভর্তির আবেদন জমা দেয়ার পর একটি  পরীক্ষা হবে। পরীক্ষাতে উত্তীন্ন হলে আপনি ভর্তি হতে পারবেন।

আপনার যদি ভর্তি রিলেটেড কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করুন। যেমন : ভর্তি ফি, brac admission fee, course fee, exam related question, Assignment etc

Post a Comment