দুনিয়ায় সারা জাগানো সেরা ১০ টি (Ai) intelligence Tools

 


পৃথিবীর চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে Ai বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষের কাজকে সহজ করে দিয়েছে। আবার অন্যদিকে সাধারন মানুষের শারীরিক কাজ কমছে, এবং মানসিক কাজ বাড়ছে।

Artificial intelligence সংখেপে Ai
অনেকে জানেন যে ai এর সর্বাধিক সারা জাগানো Tools হলো chatgpt যার মাধ্যমে আমরা সহজেই
  1. E-mail
  2. script 
  3. content idea
  4. Research
জেনারেট করতে পারি। তা করার জন্য আমাদের promt কমান্ড করা প্রয়োজন।

Promt command বলতে আমি যেটা চাই তা ai কে বলা, এবং আমি ঠিক যেভাবে বলব ঠিক তার ডাটা অনুযায়ী সেভাবে তার Result দেখাবে।
যেমন: 

উপরের ছবিতে দেখা যাচ্ছে কিছু promt command
  1. Write a python script
  2. Quiz me on world capitals
  3. Plan a trip
  4. Write a short story.
আমি যদি নিজে থেকে একটি promt command লিখি যেমন: write a profession email লিখে enter দিলাম

enter দেয়ার সাথে সাথে একটি email এর formate চলে এসেছে। কীভাবে একটি সুন্দর ইমেইল লিখতে হয়।

Example-2: write a story in bangla


Write a story in bangla লেখার সাথে সাথে একটি গল্প লিখে দিয়েছে Ai বাংলা ভাষায়। এভাবেই আরও অনেক কিছু লেখা ও রিসার্চ করা যায়।






Post a Comment